প্রজন্ম ডেস্ক
:ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
কেন্দ্রটি পরিদর্শনের সময় তিনটি বুথ ঘুর দেখেন রবার্ট ডিকসন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, তিনি সিটি ভোট পর্যবেক্ষণ করছেন। নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করবেন না।
এ সময় ভোটার সংখ্যা কম থাকার বিষয়ে তিনি প্রিসাইডিং কর্মকর্তাকে প্রশ্ন করেন। উত্তরে ওই কর্মকর্তা ব্রিটিশ হাইকমিশনারকে বলেন, লাঞ্চের (দুপুর) পর ভোটার সংখ্যা বাড়তে পারে।