প্রজন্ম ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচন পরবর্তী হামলায় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর এক এজেন্ট নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩৪ নম্বর ওয়ার্ডের কাটাসুর এলাকার রহিম বেপারী ঘাটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সুমন শিকদার (২৪)। তিনি ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের পোলিং এজেন্ট ছিলেন। সুমন লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতির বালুর চরে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলেন সুমন। এসময় কয়েকজন যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে বলে এলোপাতাড়িভাবে তাকে কোপাতে থাকে। কুপিয়ে তারা চলে গেলে আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
হামলার সময় সবার মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
মোহাম্মাদপুর থানা উপ-পরিদর্শক মো. হারুন জানান, আমরা খবর পেয়ে হাসপাতালে আসি কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।