প্রজন্ম ডেস্ক
নিয়োগ বিজ্ঞপ্তি জারির সাত বছর পর চূড়ান্তভাবে ৩৮১ ফার্মাসিস্টকে নিয়োগ ও পদায়ন দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদেরকে আগামী ১৭ মের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত নিয়োগপত্রে তাদেরকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর (গ্রেড-১১) অনুযায়ী বিভিন্ন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য ভাতাদিসহ ফার্মাসিস্ট স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়। তাদেরকে আগামী ১৭ মের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। যোগদানের পর দুই বছর শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে।
২০১৩ সালের ১৬ জানুয়ারি ৩৮১ ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরে নানা কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। সর্বশেষ চলতি বছরের গত ২৩ মার্চ স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতির অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়।