প্রজন্ম ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনের নিচে চাপা পড়ে পিয়াস হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস হোসেন চামটা সরকারপাড়া গ্রামের খলিল হোসেনের ছেলে ও জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ধান মাড়াই করার জন্য ভিটা কাজিপুরের উদ্দেশ্যে পিয়াসসহ আরও দুইজন রওনা দেয়। চামটা বিলের ব্রিজে ওঠার সময় ধান মাড়াই করার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাঁচার জন্য পিয়াস এবং মেশিনে থাকা আরও দুইজন মেশিন থেকে লাফিয়ে পড়লেও মেশিনটি উল্টে পিয়াসের ওপর পড়ে। আহত অবস্থায় পিয়াসকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। রাজশাহী নেয়ার পথে পিয়াসের মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।