প্রজন্ম ডেস্ক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন ঘোষণার মাইকিং ভুল ছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালি।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কাউন্সিলর নজরুল ইসলাম ঢালি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকা রেড জোনে পড়েছে। যদি এলাকা লকডাউন ঘোষণা দেয় তাহলে কীভাবে কী করব তার প্রস্তুতি নিচ্ছি। বুধবার রাতে লকডাউন ঘোষণা দিয়ে মাইকিংয়ের বিষয়টি মিসটেক হয়ে গেছে। আমরা আমাদের কর্মী তৈরি করার জন্য কাজ করছিলাম। কিন্তু বোঝার ভুলের কারণে মিসটেক হয়ে গেছে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, লকডাউনের বিষয়ে সিটি করপোরেশন থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা সুনির্দিষ্ট ম্যাপিং না পেলে লকডাউনে যাবো না।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন করা হচ্ছে বলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, স্থানীয় কাউন্সিলর প্রথমে লকডাউনের বিষয়ে জানিয়ে থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন।