প্রজন্ম ডেস্ক
চীনের সাথে শত্রুতার জেরে ভারতে ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ টিকটক একটি। ২০০ মিলিয়ন ব্যবহারকারী এই অ্যাপকে নিষিদ্ধ করার পর থেকেই চিন্তায় আছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার মতে, ভারতে যদি ২০০ মিলিয়ন ব্যবহারকারীর অ্যাপকে নিষিদ্ধ করা হতে পারে, তাহলে তারা নিরাপত্তার খাতিরে ফেসবুককেও নিষিদ্ধ করতে দ্বিতীয়বার চিন্তা করবে না।
ক্যাসি নিউটনের অনুসারে, ভারতে টিকটক ব্যান নিয়ে চিন্তিত মার্ক জুকেরবার্গ। তিনি জানিয়েছেন, ভারত যদি ২০০ মিলিয়ন ব্যবহারকারীর একটি প্লাটফর্মকে নিষিদ্ধ করতে পারে, তবে সুরক্ষা এবং গোপনীয়তার ক্ষেত্রে কিছু ভুল না হলেও ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে। মার্ক এই বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছে কারণ, ফেসবুক ইতিমধ্যেই জাতীয় সুরক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে লড়াই করছে। নির্বাচন, বিদ্বেষমূলক বক্তব্য ইত্যাদি একাধিক ইস্যুতে মার্ক জুকেরবার্গের এই প্লাটফর্ম বিভিন্ন দেশের সরকারের সঙ্গে লড়ছে। দাবি করা হয়েছে, টিকটক ব্যান করা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার বিষয় দেখিয়ে ফেসবুককেও নিষিদ্ধ করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে জুকেরবার্গের।