প্রজন্ম ডেস্ক
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের চার নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেছে। এ ঘাটটি ভিআইপি ফেরিঘাট নামে পরিচিত। বুধবার (৫ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে ভাঙন শুরু হয়। পদ্মার তীব্র স্রোতে ভাঙন এখনও অব্যাহত রয়েছে।
এদিকে, ভাঙন শুরু হলে তাৎক্ষণিক পন্টুন সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙতে ভাঙতে নদী পার্কিংয়ের স্থানেও এসে পড়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ। এ নিয়ে শিমুলিয়া ঘাটের মোট চারটি ফেরিঘাটের মধ্যে দু’টি বিলীন হয়ে গেল।
ভাঙন ঝুঁকিতে পড়েছে আশেপাশে দোকানপাটগুলো। অনেকেই নিরাপদ স্থানে দোকান সরিয়ে ফেলছেন।
এদিকে ২ নং ঘাটিট ঝুকির মুখে রয়েছে, আর ১নং ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে।