প্রজন্ম ডেস্ক
মাঝ রাস্তায় ফণা তুলে দাড়িয়ে আছে বিশাল গোখরা! পাশেই পড়ে রয়েছে বেশ কয়েকটি ডিম। সেগুলিকে আগলে রেখে ডিম পাড়ছে সাপটি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ১ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতেই ধরা পড়েছে এই ছবি। রাস্তায় সাপের ডিম পাড়ার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মাদ্দুর শহরে।
মাদ্দুর শহরের একজন শিক্ষক সাপের ডিম পাড়ার ঘটনাটির ভিডিও রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। ওই শিক্ষক নিজের বাড়িতে দেখতে পান সাপটিকে। তারপর বন অধিদফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধারের চেষ্টা করলে, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে সাপটি। তাপরই ডিম পাড়া শুরু করে।
সাপের সেই ডিম পাড়ার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ডিম পাড়া শেষ হলে গোখরোটিকে কাছের জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন বন দফতরের কর্মীরা।