প্রজন্ম ডেস্ক
ভারতের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নাগপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ভারত। সুতরাং, আজকের ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জিতে নিবে। এর আগের দুই ম্যাচে যারা পরে ব্যাট করেছে তারাই জিতেছে।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিথুন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান।