প্রজন্ম ডেস্ক
মহাকালের মহানায়ক
রক্তে ভেজাও মাটি।
তোমার মত মানুষ এমন
আছে কি আর খাঁটি!
দেশের স্বার্থ তোমার স্বার্থ
এক রেখাতে মিলে।
লাল সবুজের স্বপ্ন ঘেরা
দেশ উপহার দিলে।
মিরজাফরের আত্মীয়রা
আজও তুলে থাবা।
শেখ মুজিবের বাংলাদেশে
যায় কি এসব ভাবা!
নখর থাবা গুঁড়িয়ে দিয়ে
স্বপ্ন বাঁচাই পিতার।
চোখের জলে সাগর ভাসে
হিসাব রাখিনি তার।