প্রজন্ম ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে হাফসানা (৩) এবং রিফাত (২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর গ্রামে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে শিশু দুটির মৃত্যু হয়। মৃত হাফসানা বেগম শেরপুর গ্রামের মো. কামাল মিয়ার মেয়ে এবং রিফাত মোহনপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
হাফসানার পরিবারের লোকজন জানান, শনিবার বিকেলে বাড়ি সংলগ্ন পুকুরপাড়ে খেলা করতে গিয়ে হাফসানা পুকুরে ডুবে যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে শিশু রিফাতের পরিবারের লোকজন জানান, বিকেল ৩টার দিকে রিফাত বাড়ির সামনের পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চিকিৎসক ডা. মো. শাখাওয়াত হোসেন শামীম বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।’