প্রজন্ম ডেস্ক
নরসিংদীতে প্রাইভেটকার-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে জোনায়েদ সিদ্দিকী (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চার মাইক্রোবাস যাত্রী।
বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জোনায়েদ সিদ্দিকী পুরান ঢাকার মাওলানা তোফাজ্জল হোসেনের ছেলে ও বিভিন্ন ওয়াজ মাহফিলের ধর্মীয় বক্তা ছিলেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গতরাতে সিলেটের এক মাহফিল থেকে ওয়াজ শেষ করে প্রাইভেটকারযোগে ঢাকায় ফিরছিলেন জোনায়েদ সিদ্দিকী।
এসময় বিপরীত দিক থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী আরেক মাইক্রোবাসের সঙ্গে কুন্দারপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোনায়েদ সিদ্দিকীর মৃত্যু হয়। দুইজন গুরুতরসহ আহত হন আরো চার মাইক্রোবাস যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসের এক যাত্রীকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।