প্রজন্ম ডেস্ক
চট্টগ্রাম নগরের দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যাসহ একাধিক মামলার আসামি সোহাগকে (৩৫) গ্রেফতার করেছে নগর পুলিশের একটি দল।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী সোহাগকে গ্রেফতার করা হয়। সে লালখান বাজার এলাকায় খোকন হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রমের একাধিক মামলা রয়েছে।