প্রজন্ম ডেস্ক
ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষে এক মা ও শিশু নিহত হয়েছেন। নিহত নারী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বরিশাল নৌ রুটের মাঝেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, কীর্তনখোলা-১০ লঞ্চটি বরিশাল নদী বন্দর থেকে রাত নটার দিকে সাতশ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে এবং ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল। লঞ্চ দুটি মাঝেরচর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা লঞ্চটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসি তাহের জানান, আহতদের চাঁদপুরে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত কীর্তনখোলা-১০ লঞ্চটির তলদেশ অক্ষত থাকায় সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।